| |
               

মূল পাতা সারাদেশ সড়কের পাশ থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার


প্রতীকী ছবি

সড়কের পাশ থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার


রহমত ডেস্ক     18 April, 2022     06:38 AM    


কিশোরগঞ্জের ভৈরবে সড়কের পাশ থেকে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ এপ্রিল) সকাল ১০টার দিকে মরদেহ ময়নাতদন্তের সাদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত অটোরিকশাচালকের নাম স্বপন (৪০) । তিনি উপজেলার শিবপুর কান্দা এলাকার নায়েব আলীর ছেলে।

তার স্ত্রী আনারকলি বেগম বলেন, ‘ আমার স্বামী দীর্ঘদিন যাবত অটোরিকশা চালিয়ে আসছিল। আজ ভোরে সাহেরি খেয়ে বাসা থেকে বের হয়ে একটি ভাড়া নিয়ে ভৈরব যাওয়ার কথা ছিল। সকালে পুলিশের কাছ থেকে জানতে পারি আমার স্বামীর মরদেহ থানায় পড়ে আছে। কারা কীভাবে তাকে হত্যা করলো তা বলতে পারছি না।’

ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম বলেন, ভোর ৫টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে থানার ডিউটি কর্মকর্তা ফোনে জানতে পারে একটি মরদেহ ভৈরব-কিশোরগঞ্জ সড়কে পাশে পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পাশ থেকে একটি অটোরিকশা ও রাস্তা থেকে একটি ছুরি পাওয়া গেছে। সেগুলো থানায় নিয়ে যাওয়া হয়েছে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা কিশোরগঞ্জ ভৈরব