| |
               

মূল পাতা আন্তর্জাতিক পাকিস্তানে সেনাবাহিনীর গাড়িতে হামলা, ক্যাপ্টেনসহ প্রাণ গেলো ৭ জনের


পাকিস্তানে সেনাবাহিনীর গাড়িতে হামলা, ক্যাপ্টেনসহ প্রাণ গেলো ৭ জনের


আন্তর্জাতিক ডেস্ক     10 June, 2024     06:35 PM    


পাকিস্তানে খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে সেনাবাহিনীর গাড়িতে আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে কেপ্টেনসহ দেশটির ৭ সেনা সদস্য নিহত হয়েছেন।

সোমবার (১০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এবং জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের লাকি মারওয়াতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দেশটির সেনাবাহিনীর একজন ক্যাপ্টেনসহ সাত সদস্য নিহত হন।

এছাড়াও ওই প্রদেশের বাজাউরে নিরাপত্তা চেকপোস্টে অতর্কিত হামলা প্রতিহত করার কথা জানিয়েছে পুলিশ।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সেনা সদস্যদের বহনকারী গাড়িটি কাচি কামার এলাকায় যাওয়ার পথে পাঞ্জাবের মিয়ানওয়ালি জেলার সীমান্তবর্তী এলাকা সুলতানখেল গ্রামের কাছে হামলার শিকার হয়।

পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) এক বিবৃতিতে জানানো হয়, লাকি মারওয়াত জেলায় নিরাপত্তা বাহিনীর গাড়িতে একটি ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়েছে।

দেশটির সেনাবাহিনীর মিডিয়া উইং আরও জানিয়েছে, এতে কাসুরের বাসিন্দা ক্যাপ্টেন মুহাম্মদ ফারাজ ইলিয়াস, সুবেদার মেজর মুহাম্মদ নাজির, ল্যান্স নায়েক মুহাম্মদ আনোয়ার, ল্যান্স নায়েক হুসেন আলী, মুলতানের সিপাহী আসাদুল্লাহ, গিলগিটের সিপাহী মনজুর হুসেন এবং রাওয়ালপিন্ডি জেলার সিপাহী রশিদ মেহমুদ নিহত হন।