| |
               

মূল পাতা রাজনীতি ‘পদ্মা সেতুর আমন্ত্রণ প্রত্যাখ্যান করায় মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে’


‘পদ্মা সেতুর আমন্ত্রণ প্রত্যাখ্যান করায় মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে’


রহমত ডেস্ক     23 June, 2022     08:44 AM    


পদ্মা সেতুর আমন্ত্রণ প্রত্যাখ্যান করায় মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের পেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর করিব নানক। তিনি বলেন, সেতু মন্ত্রণালয় থেকে বিএনপিকে পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করায় বাংলার মানুষের স্বপ্নকে প্রত্যাখ্যান করা হয়েছে । এতে দেশের মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে

বুধবার (২২ জুন) বিকেলে মাদারীপুরের শিবচরের বাংলাবাজার এলাকায় আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থলে এক মতবিনিময় সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর করিব নানক বলেন, বাংলাদেশের স্বাধীনতাকে বিএনপি মানতে পারেনি, তাই শেখ হাসিনার নেতৃত্বে পদ্মসেতুর মতো এতো বড় উন্নয়নকে মানতে পারছে না। পদ্মা সেতু উদ্বোধনের অনুষ্ঠান প্রত্যাখ্যান করায় জনগণ বিএনপিকে আগেও প্রত্যাখ্যান করেছে, আগামীতেও করবে।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সভাস্থলের অন্যতম সম্বনয়কারী দলের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজম, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম ও ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন প্রমূখ