| |
               

মূল পাতা রাজনীতি অন্যান্য জাতির অহংকার ও গৌরব দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী : ন্যাপ


জাতির অহংকার ও গৌরব দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী : ন্যাপ


রহমত নিউজ ডেস্ক     21 November, 2022     11:59 AM    


সশস্ত্র বাহিনী জাতির অহংকার ও গৌরব বলে অভিহিত করে ‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদকল সদস্যকে আন্তারিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। আজ (২১ নভেম্বর) সোমবার ‘সশস্ত্র বাহিনী দিবস ২০২২’ উপলক্ষে গণমাধ্যমে প্রেরিত এক বাণীতে তারা এই শুভেচ্ছা জানান।

তারা বলেন, আমাদের সশস্ত্র বাহিনী একটি উঁচু পেশাদার, দক্ষ ও সুশৃঙ্খল বাহিনী। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও জাতিগঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর সদস্যদের ভূমিকা প্রশংসনীয়। কেবলে দেশেই নয়, সশস্ত্র বাহিনীর সদস্যরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

নেতৃদ্বয় বীরশ্রেষ্ঠ সিহাপী মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ মো. রুহুল আমিন, ইআরএ-১, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফসহ যারা মহান স্বাধীনতার যুদ্ধে অসামান্য অবদান রেখেছেন তাদের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। সশস্ত্র বাহিনী দিবসে দেশের স্বাধীনতা ও সার্মভৌমত্বের জন্য শাহাদত বরণকারী মুক্তিযোদ্ধাসহ সশস্ত্র বাহিনীর বীর শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং যুদ্ধাহত শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।সশস্ত্র বাহিনী দিবস ২০২২ উপলক্ষে সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন তারা।