| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল কুরবানির গোশত বিতরণ করলো বাংলাদেশ খেলাফত আন্দোলন


কুরবানির গোশত বিতরণ করলো বাংলাদেশ খেলাফত আন্দোলন


রহমত নিউজ     19 June, 2024     11:54 PM    


গরিব-দুঃখীদের মাঝে কুরবানির গোশত বিতরণ করেছেন হযরত হাফেজ্জী হুজুর রহঃ প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলন। বুধবার (১৯ জুন) রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় এ কর্মসূচি পালন করে দলটি।

এতে  উপস্থিত থেকে কোরবানির গোশত বিতরণ করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদিক মুফতী সুলতান মুহিউদ্দিন ও হাফেজ ওলিউল্লাহ প্রমূখ।

এ সময়  মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন,  কুরবানি করার সামর্থ না থাকায়  দেশের প্রায় এক তৃতীয়াংশ মানুষ ঈদের আনন্দ থেকে বঞ্চিত। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মহান আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের আশায় অসহায়, গরিব-দুঃখী মানুষের সাথে ঈদ আনন্দকে ভাগাভাগি করতে আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর পক্ষ থেকে কুরবানির গোশত বিতরণ করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। 

ভবিষ্যতে আরো ব্যাপক পরিসরে এ কর্মসূচি পালন করা হবে বলেও জানান মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।