| |
               

মূল পাতা সারাদেশ জেলা ভাঙন থেকে শতবর্ষী কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন


ভাঙন থেকে শতবর্ষী কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন


রহমত নিউজ ডেস্ক     27 October, 2022     10:09 AM    


টাঙ্গাইলের ঘাটাইলে ঝিনাই নদীর ভাঙন থেকে শতবর্ষী কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (২৬ অক্টোবর) উপজেলার কুরমুশি এলাকায় ঝিনাই নদীর পাড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় এলাকার তিন শতাধিক মানুষ অংশ নেন।

জানা যায়, উপজেলার দিগলকান্দি ইউনিয়নের কুরমুশি এলাকার সামাজিক কবরস্থানটি শতবর্ষী প্রতিষ্ঠান। সম্প্রতি কুরমুশি এলাকায় ঝিনাই নদীর ভাঙন তীব্র রূপ ধারণ করেছে। ভাঙন রক্ষায় ইতোমধ্যে গ্রামবাসী বাঁশ ও গাছ দিয়ে কবরস্থানটি রক্ষা করতেও ব্যর্থ হয়। বারবার বিভিন্ন জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েও কোন প্রতিকার হয়নি। অবশেষে স্থানীয় তিন শতাধিক নারী পুরুষ ঝিনাই নদী পাড়ে মানববন্ধন কর্মসূচীর মাধ্যমে প্রতিবাদ জানায়।

মানববন্ধনে অংশগ্রহণ করেন দিগলকান্দী ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম মটো, কবরস্থানের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, ইউপি সদস্য মো. ইকবাল হোসেন, মো. নজরুল ইসলাম, শহিদুল ইসলাম, আবুল মনসুর আহমেদ প্রমুখ।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা টাঙ্গাইল ঘাটাইল