| |
               

মূল পাতা সারাদেশ জেলা গরু আনতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু


গরু আনতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু


মফস্বল ডেস্ক     28 June, 2024     11:26 PM    


লালমনিরহাটের কালীগঞ্জে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম আরাফাত হোসেন (১২)।

শুক্রবার (২৮ জুন) উপজেলার তুষভান্ডা ইউনিয়নের কাঞ্চনশ্বর দুল্লার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির। আরাফাত হোসেন ওই এলাকার ব্যবসায়ী ইব্রাহিমের ছেলে।

জানা যায়, আরাফাত দুপুর আড়াইটার দিকে বৃষ্টি শুরু হলে জমিতে বাঁধা গরু বাড়িতে নিয়ে আসা সময় বজ্রপাতে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ওসি ইমতিয়াজ কবির বলেন, ‘স্থানীয় ইউপি চেয়ারম্যান বজ্রপাতে মৃত্যুর বিষয়টি আমাকে জানিয়েছেন।’


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রংপুর লালমনিরহাট কালীগঞ্জ