| |
               

মূল পাতা আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৫


সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৫


আন্তর্জাতিক ডেস্ক     14 October, 2022     10:40 AM    


কোনোভাবেই থামছে না মার্কিনীদের বন্দুকবাজী। একের পর এক মানুষ হত্যায় মেতে উঠেছে সভ্যতার আবরণ গায়ে চাপানো শ্বেতাঙ্গের দল। তাদের এই বন্দুকবাজী যেন নিত্য-নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে; নির্বিচারে প্রাণ যাচ্ছে নিরীহ মানুষদের।

এবারের ঘটনা দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মার্কিন অঙ্গরাজ্য নর্থ ক্যারোলিনার রাজধানী রেলিগে। সেখানে এক অফ-ডিউটি পুলিশ কর্মকর্তাসহ পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়েছে। 

কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার (১৪ অক্টোবর) প্রকাশিত বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এরইমধ্যে অভিযুক্ত ব্যক্তির খোঁজে নিরাপত্তা সংস্থাগুলো ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। শহরের একটি অংশ বন্ধ রেখে এ তল্লাশি চালানো হচ্ছে।

রেলিগের মেয়র মেরি-অ্যান ব্যাল্ডউইন বলেন, ওই এলাকার ন্যুজ রিভার গ্রিনওয়ের কাছে গুলি চালানোর এ ঘটনা ঘটে। এটি রেলিগ শহরের জন্য এটি একটি মর্মান্তিক ও দুঃখজনক দিন।

তিনি আরও বলেন, পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে রেলিগ পুলিশ বিভাগ। তাদেরমধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। বন্দুকধারীকে আটক করেছে পুলিশ।

পরে পুলিশ বিভাগ টুইট করে জানায়, সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে।

মেয়র বলেন, আহতদের মধ্যে একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তিনি গুরুতর আঘাত পাননি।

সূত্র : এএফপি, এনডিটিভি