| |
               

মূল পাতা জাতীয় একনজরে স্বপ্নের পদ্মা সেতুর আদ্যোপান্ত


একনজরে স্বপ্নের পদ্মা সেতুর আদ্যোপান্ত


রহমত ডেস্ক     25 June, 2022     06:08 PM    


প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্থিক, প্রকৌশল এবং রাজনৈতিক ত্রিমুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে দীর্ঘতম সেতুটি উদ্ধোধন করার সঙ্গে সঙ্গে বাংলাদেশ আজ তার স্বপ্ন পূরণ প্রত্যক্ষ করছে। শেখ হাসিনা রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং অন্যান্য অংশের সাথে সংযোগকারী খর¯্রােতা এবং জল প্রবাহ, দৈর্ঘ্য ও আকারের দিক থেকে বিশ্বের অন্যতম শক্তিশালী বিবেচিত নদীর উপর এই সেতুটির উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী আজ সকালে মাওয়া প্রান্তে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পদ্মা সেতুর ফলক উম্মোচন করেন, যেখানে বিদেশী কূটনীতিকসহ হাজার হাজার বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন। রাজধানী ঢাকার সঙ্গে দেশের উত্তর-পশ্চিম এবং অন্যান্য অঞ্চলের সংযোগকারী যমুনা নদীর উপর ১৯৯৮ সালে এ যাবত কালের দীর্ঘতম বঙ্গবন্ধু বহুমুখী সেতু চালুর ২৫ বছর পরে তিনি আরো দীর্ঘতম পদ্মা সেতুর উদ্বোধন করলেন। তবে, দেশের নিজস্ব অর্থের ওপর নির্ভর করে সেতু তৈরির ব্যাপারে অনেক অর্থনৈতিক বিশ্লেষকদের সন্দেহকে বাতিল করে সম্পূর্ণরূপে অভ্যন্তরীণ অর্থায়নে নির্মিত পদ্মা সেতু অতিরিক্ত তাৎপর্য বহন করে।

সেতুর নাম : পদ্মা সেতু
প্রকল্পের নাম :পদ্মা বহুমুখী সেতু প্রকল্প
অবস্থান :মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর জেলা
মোট ব্যয় : ৩০ হাজার ১৯৩ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার টাকা
নির্মাণকাজ শুরু : ২৬ নভেম্বর, ২০১৪
রেল সংযোগ : পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হচ্ছে স্প্যানের মধ্য দিয়ে
ধরন :পদ্মা সেতু দ্বিতলবিশিষ্ট
প্রধান উপকরণ :কংক্রিট ও স্টিল
দৈর্ঘ্য :৬ দশমিক ১৫ কিলোমিটার
প্রস্থ :৭২ ফুট
ভায়াডাক্ট :৩ দশমিক ১৮ কিলোমিটার
ভায়াডাক্ট পিলার :৮১টি
পানির স্তর থেকে উচ্চতা :৬০ ফুট
পাইলিং গভীরতা :৩৮৩ ফুট
মোট পিলার :৪২টি
মোট পাইলিং :২৮৬টি
সংযোগ সড়ক :১৪ কিলোমিটার
নদীশাসন :১৪ কিলোমিটার, মাওয়ায় ১ দশমিক ৬ ও ১২ দশমিক ৪০ কিলোমিটার জাজিরায়
ভূমি অধিগ্রহণ :ভূমি অধিগ্রহণের পরিমাণ ২ হাজার ৬৯৩ দশমিক ২১ হেক্টর
অ্যাপ্রোচ রোড :জাজিরা ও মাওয়া