| |
               

মূল পাতা আন্তর্জাতিক এশিয়া ভারতের কর্ণাটকে দাঁড়িয়ে থাকা ট্রাকে মিনিবাসের ধাক্কা, নিহত ১৩


ভারতের কর্ণাটকে দাঁড়িয়ে থাকা ট্রাকে মিনিবাসের ধাক্কা, নিহত ১৩


আন্তর্জাতিক ডেস্ক     28 June, 2024     01:01 PM    


ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

শুক্রবার (২৮ জুন) ভোরে ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যে যাত্রীবোঝাই একটি মিনিবাস হাইওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিলে হতাহতের এই ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার সকালে কর্ণাটকের পুনে-ব্যাঙ্গালোর হাইওয়েতে একটি মিনি বাস পার্ক করে রাখা একটি ট্রাককে ধাক্কা দিলে ১৩ জন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ১১ জন মারা যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।

শুক্রবার ভোররাত পৌনে চারটায় দক্ষিণাঞ্চলীয় এই রাজ্যটির হাভেরি জেলার গুন্ডেনাহাল্লি ক্রসিংয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। ১৭ জন যাত্রী ওই মিনি বাসে করে ভ্রমণ করছিলেন। নিহতরা শিবমোগার বাসিন্দা এবং তীর্থযাত্রার জন্য তারা বেলাগাভি জেলায় গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।