| |
               

মূল পাতা রাজনীতি বিএনপি ভারতের সঙ্গে রেল চুক্তি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি: ফারুক


ভারতের সঙ্গে রেল চুক্তি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি: ফারুক


রহমত নিউজ     28 June, 2024     01:12 PM    


বাংলাদেশের ওপর দিয়ে ভারতের রেল চলাচলের চুক্তি অসম এবং এটা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, এই চুক্তি বাতিল না করলে জনগণ সরকারকে ক্ষমা করবে না।  

শুক্রবার (২৮ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে ভারতের সঙ্গে সরকারের সাম্প্রতিক চুক্তি ও সমঝোতার প্রতিবাদে প্রজন্ম বাংলাদেশের বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।  

বিএনপি নেতা বলেন, ভারতবিরোধী ইস্যু বিএনপির একার নয়, কোটি জনগণের ইস্যু। দেশের মানুষ দিল্লির দাসত্ব কখনোই মেনে নেবে না।   জিনিসপত্রের দাম বাড়লেও সরকার সেদিকে নজর না দিয়ে বিভিন্ন দেশের সঙ্গে সমঝোতা করে দেশ পরিচালনা করছে বলেও এ সময় অভিযোগ করেন জয়নুল আবদিন ফারুক।