| |
               

মূল পাতা জাতীয় নতুন প্রজন্মকে ঈমান হারা করার ব্যবস্থা করা হয়েছে : হেফাজত


নতুন প্রজন্মকে ঈমান হারা করার ব্যবস্থা করা হয়েছে : হেফাজত


রহমত নিউজ     23 May, 2024     09:36 AM    


হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়েখ সাজেদুর রহমান বলেছেন, ‘শিক্ষা জাতির মেরুদণ্ড। কোনো জাতিকে পরাজিত করতে হলে প্রথমে সেই জাতির শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়। আজ বাংলাদেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। সমাজের প্রতিটি স্তরে নৈতিক অবক্ষয়ের সয়লাব চলছে। ইসলামের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র চলছে। নতুন প্রজন্ম যেন ঈমান হারা হয়ে যায় তার ব্যবস্থা করা হয়েছে।’

বুধবার (২২ মে) দুপুরে রাজধানীর জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুমে হেফাজতের এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এস কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন হেফাজতের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সহকারী মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, অর্থ সম্পাদক মুফতি মুনির হুসাইন কাসেমী, সহ অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী, মুফতি কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ, মাওলানা রাশেদ বিন নুর, মাওলানা এনামুল হক মুসা, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান ও মাওলানা মোহাম্মদ হারুন প্রমুখ।

শায়েখ সাজেদুর রহমান বলেন, ‘আমরা লক্ষ্য করছি যে, প্রশাসনের ভেতর ঘাপটি মেরে থাকা একটি অশুভ চক্র হেফাজতের নেতাদের হয়রানি করার জন্য ২০১৩ ও ২০২১ সালে দায়ের করা নারায়ণগঞ্জ, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামের অসংখ্য মামলার চার্জশিট জমা দিয়ে মিথ্যা বিচারের অপচেষ্টা চালাচ্ছে। আর যারা জামিনে মুক্তি পেয়েছেন, তাদের প্রত্যেককেই মাসের বেশিরভাগ সময় এক আদালত থেকে আরেক আদালতে হাজিরা দিয়ে যেতে হচ্ছে। এটা অমানবিক হয়রানি। যার কারণে আমরা উদ্বিগ্ন।’ 

হেফাজত মহাসচিব বলেন, ‘ইসরায়েলের বর্বর আগ্রাসনের কারণে ফিলিস্তিনের গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নারী-শিশুসহ প্রতিদিন অসংখ্য মানুষের মৃত্যু ঘটছে। মানবিক সংকট ও অনাহার-দুর্ভিক্ষ চলছেই। আমরা আশা করি, ইসরায়েলি দখলদারিত্বের অবসানের লক্ষ্যে ওআইসিসহ বিশ্ব মুসলিম উম্মাহর নেতারা ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে কার্যকর ভূমিকা পালন করবেন।’