| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন দারুল উলুম দিলুরোড মাদরাসায় ভর্তি হবেন যেভাবে


দারুল উলুম দিলুরোড মাদরাসায় ভর্তি হবেন যেভাবে


আলাউদ্দীন বিন সিদ্দীক     16 April, 2024     03:20 PM    


জামিয়া ইসলামিয়া দারুল উলুম দিলুরোড মাদরাসার ১৪৪৫-৪৬ হিজরী শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম আগামীকাল (১৭ এপ্রিল, ৭ শাওয়াল) বুধবার সকাল ০৮টা থেকে শুরু হবে।

রাজধানীর রমনা থানাস্থ নিউ ইস্কাটন, দিলুরোডে  অবস্থিত এই মাদরাসায় নতুন শিক্ষাবর্ষের জন্য সীমিত আসনে ভর্তি নেয়া হবে বলে জানা গেছে।

কোটা পূরণের পূর্বেই ভর্তি হতে আগ্রহী সকল শিক্ষার্থীকে ফরম সংগ্রহ করে যথাসময়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার বিশেষভাবে আহবান জানিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শাইখুল হাদিস মুফতী সালাহ উদ্দিন স্বাক্ষরিত এক ভর্তি বিজ্ঞপ্তিত থেকে জানা যায়, তাইসির জামাত থেকে দাওরায়ে হাদিস, আদব ও ফিকহ-ফতোয়া বিভাগে ভর্তি কার্যক্রম চলবে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,  পুরাতন ছাত্রদের ভর্তি শুধু মাত্র (১৭ এপ্রিল, ৭ শাওয়াল) বুধবার নেয়া হবে। আর নতুন ছাত্রদের ভর্তি  (১৭, ১৮ এপ্রিল, ৭,৮শাওয়াল) বুধবার ও বৃহস্পতিবার নেয়া হবে।

নতুন ছাত্রদের ভর্তির জন্য যে সকল কিতাবের ভর্তি পরীক্ষা নেয়া হবে:

তাকমীল: মিশকাত শরীফ ১ম, হিদায়া-৩য়।
মিশকাত: জালালাইন শরীফ ১ম, হিদায়া ১ম।
জালালাইন : শরহে বিকায়া, নূরুল আনওয়ার (কিতাবুল্লাহ)।
শরহে বিকায়া : কাফিয়া, মুখতাসারুল কুদুরী/ কানয শরহেজামী।
কাফিয়া: মুখতাসারুল কুদুরী।
হিদায়াতুন্নাহু: নূরুল ঈযাহ, ইলমুস সীগাহ।
নাহবেমীর: পাঞ্জেগাঞ্জ বা ইলমুছ ছরফ, রওযাতুল আদব।
মীযান: এসো আরবী শিখি।
তাইসীরুল মুবতাদী: উরদু কী তেসরী, আল কুরআনুল কারীম, উরদু, বাংলা, অংক, ইংরেজী।

এছাড়া কৃতিত্বের সাথে দাওরায়ে হাদীস উত্তীর্ণ মেধাবী, অধ্যয়নমনস্ক ও মেহনতী শিক্ষার্থীদের জন্য ১৪৪৫/৪৬ হিজরী মোতাবেক ২০২৪/২৫ ঈ. শিক্ষাবর্ষে "জামিয়া ইসলামিয়া দারুল উলুম [দিলুরোড মাদরাসায়।" এক বছর মেয়াদী "আত- তাখাসসুস ফিল ফিকুহি ওয়াল ইফতা" (উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগে) সীমিত কোটায় ছাত্র ভর্তি করা হবে।

ইফতা বিভাগে ভর্তির জন্য যে সকল কিতাবের লিখিত পরীক্ষা হবে:
(ক) হিদায়া - ৩য় খণ্ড (কিতাবুল বুয়)
(খ) নূরুল আনওয়ার (কিতাবুল্লাহ)

সকল কিতাবের মৌখিক পরীক্ষা হবে:
(ক) হিদায়া- ৩য় খণ্ড ও ফাতহুল কাদীর (কিতাবুল বুয়)
(খ) উর্দু কিতাব (ইবারত পড়ে সঠিক মাফহুম উপস্থাপন করতে হবে) (গ) ফিক্বহ সংক্রান্ত যে কোন বিষয়।

বি.দ্র.
 হিফয বিভাগের ছাত্রদের বয়স অনুর্ধ্ব ১৩ বছর হতে হবে।
বেফাক জামাতে ভর্তিচ্ছুক ছাত্রদেরকে ছবি ও এন আইডি/জন্ম সনদ সঙ্গে আনতে হবে।
নূরানী বিভাগে ভর্তিচ্ছুক ছাত্রদেরকে ছবি সঙ্গে আনতে হবে। কিতাব বিভগের শিক্ষার্থীগণ ভর্তি ফরম নিজে পূরণ করতে হবে।


সার্বিক যোগাযোগ: ০১৯১২৮৪৫৬৮২, ০১৭৯১৪১৮৯৪৫