| |
               

মূল পাতা আন্তর্জাতিক এশিয়া সিসি ও এরদোগান বৈঠকে গাজার যুদ্ধবিরতি


সংগৃহীত

সিসি ও এরদোগান বৈঠকে গাজার যুদ্ধবিরতি


রহমত নিউজ     16 February, 2024     09:22 PM    


তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের মিশর সফরে প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসির সাথে গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছেন ।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) মিশরের রাজধানী কায়রোতে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে, গাজায় অবিলম্বে একটি যুদ্ধবিরতির জন্য চুক্তি ও দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলি বর্বরতা বন্ধের প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এছাড়াও আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন দুই নেতা।

বিশেষ করে ইসরাইল কর্তৃক গাজার উদ্বাস্তুদের মিসরে ঠেলে দেওয়ার পরিকল্পনা বাতিল করা, উপত্যকায় অধিক মানবিক সাহায্য পাঠানো, দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি কার্যকর এবং গাজার পুর্নগঠন । তুরস্কের আলোচনায় উঠে আসে তুরস্ক আসলে হামাসের উপর তুর্কির প্রভাব বাড়াতে চায় এবং এজন্য মিসর যেনো রাফা বর্ডার স্থায়ীভাবে খুলে দেয়।

এরদোগান আরো বলেন, গাজা উপত্যকায় মানবিক সাহায্য পৌঁছে দেওয়া তুরস্কের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ।

সূত্র: মিডলইষ্ট মনিটর