| |
               

মূল পাতা আন্তর্জাতিক ইউরোপ কারাগারে রাশিয়ার বিরোধী নেতা নাভালনির মৃত্যু


সংগৃহীত

কারাগারে রাশিয়ার বিরোধী নেতা নাভালনির মৃত্যু


রহমত নিউজ     16 February, 2024     09:00 PM    


কারাগারে বন্দী অবস্থায় রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সাই নাভালনির মৃত্যু হয়েছে। দেশটির জেল কর্তৃপক্ষ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) এ কথা জানিয়েছে।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক নাভালনি ২০২১ সাল থেকে জেলে বন্দী ছিলেন।

নাভালনির মুখপাত্র কিরা ইয়ারম্যাশ ৪৭ বছর বয়সী এই নেতার মৃত্যুর খবরটি এখনো নিশ্চিত করতে পারেনি। গত ডিসেম্বরে তাকে মস্কো থেকে উত্তর-পূর্বে হাজার হাজার মাইল দূরে সাইবেরিয়ার একটি কুখ্যত কারাগারে স্থানান্তর করা হয়।

কারা কর্তৃপক্ষ তার মৃত্যুর কারণ না জালালেও বলেছে, তিনি শুক্রবার হাঁটাহাঁটির এক পর্যায়ে অসুস্থ অনুভব করেন এবং পরে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। এরপর তাঁকে ফেরানোর সব চেষ্টা করা হলেও তাতে কোনো ফল আসেনি।

রাশিয়ার ‘দুর্নীতি’র বিরুদ্ধে সোচ্চার নাভালনিকে এর আগে ২০২০ সালে কারাগারে বিষ প্রয়োগ করা হয়েছিল। পশ্চিমা ল্যাবরেটরিগুলো তখন জানিয়েছিল যে তাকে ভয়ঙ্কর প্রাণঘাতী ‘নার্ভ এজেন্ট’ প্রয়োগ করা হয়েছে।

গত ১০ জানুয়ারি তাকে সর্বশেষ কারাগার থেকে জনসমক্ষে আনা হয়েছিল। সেদিন তিনি মজা করে বলেছিলেন যে, তিনি ‘অনেক দূরে’ থাকার কারণে এখনো কোনো ক্রিসমাস বার্তা পাননি।

ক্রেমলিন জানিয়েছে, নাভালনির মৃত্যুর খবরটি ভ্লাডিমির পুতিনকে জানানো হয়েছে।

সূত্র: আল জাজিরা