| |
               

মূল পাতা আরো সোশ্যাল মিডিয়া মোদিকে নিয়ে মার্কিন কংগ্রেসম্যানের টুইটারে তোলপাড়


মোদিকে নিয়ে মার্কিন কংগ্রেসম্যানের টুইটারে তোলপাড়


রহমত নিউজ ডেস্ক     25 June, 2023     11:20 AM    


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিষয়ে মার্কিন কংগ্রেসের একজন সদস্যের একটি টুইটে তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে রীতিমতো ঝড় বইছে।

Shameless @narendramodi selfie. I gave him an autographed baseball card. pic.twitter.com/AZ1SKDd7Vf

— Tim Burchett (@timburchett) June 22, 2023

অতি সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে ছিলেন মোদি। সেখানে মোদির সাথে নিজের একটি সেলফি টুইটারে পোস্ট করেন রিপাবলিকান দলীয় কংগ্রেসম্যান টিম বার্চেট। ঘটনা সেই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু, ছবির ক্যাপশন ঘিরেই যতো বিপত্তি৷ টিম লিখেছেন, "নির্লজ্জ নরেন্দ্র মোদির সাথে সেলফি। আমি তাকে নিজের স্বাক্ষর সম্বলিত একটি বেসবল কার্ড দিয়েছি।"

আর, ভারতের প্রধানমন্ত্রীকে এভাবে 'নির্লজ্জ' বলা নিয়ে মুহুর্তেই শুরু হয় তোলপাড়। ২৩ জুনে পোস্ট করা ওই টুইটটি ইতিমধ্যেই দেখেছেন ৪৫ লাখেরও বেশি মানুষ। হাজার হাজার লাইকের পাশাপাশি হয়েছে দুই হাজার শেয়ার। ঘটনা এখানেই থেমে নেই। ওই টুইটটি আবার রিটুইট করছেন স্বয়ং নরেন্দ্র মোদি! সাথে ক্যাপশনে লিখেছেন, "আপনার সাথে সাক্ষাৎটা চমৎকার ছিল।"

Great meeting you @timburchett! https://t.co/5BFTA2eRwv

— Narendra Modi (@narendramodi) June 23, 2023

এ নিয়ে টুইটারে অনেকেই নানা ধরনের মন্তব্য করছেন। অনেকে দুষছেন মোদির দল বিজেপি'র আইটি সেলকে। তাদের বক্তব্য- মোদিকে 'নির্লজ্জ' আখ্যা দিয়ে করা টুইট কিভাবে রিটুইট করেন মোদি।