| |
               

মূল পাতা রাজনীতি বিএনপি কার্যালয়ের সামনের রাস্তা খুলে দেওয়া হয়েছে


বিএনপি কার্যালয়ের সামনের রাস্তা খুলে দেওয়া হয়েছে


রহমত নিউজ     11 December, 2022     10:40 AM    


বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনের রাস্তা গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) সকালে রাস্তাটি গাড়িচলা চলের জন্য খুলে দেওয়া হয়। এর আগে ৭ ডিসেম্বর নয়াপল্টন কার্যালয়ের সামনে সংঘর্ষ এবং কার্যালয়ের ভেরত থেকে বোমা উদ্ধারের অভিযোগের পর ওই রাস্তা বন্ধ করে দেওয়া হয়।  

কয়েকদিন ধরে বিএনপি কার্যালয়ের সামনে ১০ ডিসেম্বরের সমাবেশ করবে বলে জোর দাবি জানিয়ে আসছিল। তবে পুলিশ সেখানে অনুমতি না দেওয়ায় অনেক চড়াই-উতরাই শেষে ১০ ডিসম্বের সমাবেশের জন্য সায়েদাবাদের গোলাপবাগ মাঠে নির্ধারণ করে বিএনপি এবং সেখানেই সমাবেশ করে দলটি।  
 
নয়াপল্টনে ৭ ডিসেম্বরের সংঘর্ষের পর বিএনপি চার শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করা হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী।