| |
               

মূল পাতা আন্তর্জাতিক ব্রাজিলে মসজিদে হামলা, পবিত্র কুরআনে আগুন


ব্রাজিলে মসজিদে হামলা, পবিত্র কুরআনে আগুন


আন্তর্জাতিক ডেস্ক     02 December, 2021     06:55 AM    


ব্রাজিলের একটি মসজিদে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ২৬ নভেম্বর দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রদেশ পারানের শহর পোন্তা গ্রোসায় একটি মসজিদে এ ঘটনা ঘটে। খবর আরব নিউজের।

প্রতিবেদনে বলা হয়, ফযরের নামাজের আগে হুসাইনিয়া নামে ওই মসজিদে কয়েকজন অজ্ঞাত প্রবেশ করে। পরে সেখানে ভাঙচুর করা হয়। মুসলমানদের সর্বোচ্চো ধর্মীয়গ্রন্থ পবিত্র কুরআনে আগুন দেওয়া হয়। সেইসঙ্গে মসজিদের দেওয়ালে লিখে দেওয়া কুরুচিপূর্ণ বক্তব্য। 

হামলাটি কারা করেছে সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা ইরান বংশোদ্ভূত শেইখ মাহমুদ সামছি বলেন, আমি প্রথমে কিছু পোড়ার গন্ধ পাই। মনে করেছিলাম রাস্তা থেকে সেই গন্ধ আসছে। পরে মসজিদে গিয়ে দেখি সবকিছু লন্ডভন্ড হয়ে পড়ে আছে। একটি টেবিলের ওপর পবিত্র কুরআন শরীফ রাখা ছিলো। সেটি পুড়িয়ে দেয়া হয়েছে।

মসজিদের পরিচালক স্লেইমান জাবেদ বলেন, ধর্মীয় ভেদাভেদ ও উত্তেজনা সৃষ্টি করতেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করি আমি। হামলাকারীরা হয়তো আরও অনেক কিছু আগুনে পোড়াতে চেয়েছিলো। কিন্তু ফযরের নামাজের জন্য যখন মুসল্লিরা নামাজে আসতে শুরু করে তখন তারা পালিয়ে যায়।