| |
               

মূল পাতা আন্তর্জাতিক মেক্সিকোর কারাগারে দুর্ধর্ষ হামলা, ছিনিয়ে নেয়া হলো নয় কয়েদিকে


মেক্সিকোর কারাগারে দুর্ধর্ষ হামলা, ছিনিয়ে নেয়া হলো নয় কয়েদিকে


আন্তর্জাতিক ডেস্ক     02 December, 2021     08:46 AM    


মেক্সিকোর একটি কারাগারে দুর্ধর্ষ হামলা চালানো হয়েছে। এসময় ছিনিয়ে নেয়া হয়েছে নয় কয়েদিকে। বুধবার দেশটির হিদালগো প্রদেশে হয় এ ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যম থেকে জানা যায়, তুলা শহরের কারাগারের গেটে ভারি অস্ত্রশস্ত্র নিয়ে উপস্থিত হয় একটি দল। দু’টি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে। এ ঘটনায় আহত হয় দুই পুলিশ সদস্য।

স্থানীয়রা জানান, বোমা বিস্ফোরণের পর কারাগারের গেট ছেড়ে নিরাপত্তা কর্মীরা পালিয়ে যান। সেই সুযোগে ভেতরে প্রবেশ করে বন্দুকধারীরা। বের করে আনে বন্দি নয় জনকে।