| |
               

মূল পাতা আন্তর্জাতিক দুবাইয়ে ইমাম-মুয়াজ্জিনদের বেতন বাড়ানোর নির্দেশ


প্রতীকী ছবি (নির্মাণাধীন হাফেজ্জী হুজুর রহ. মসজিদ)

দুবাইয়ে ইমাম-মুয়াজ্জিনদের বেতন বাড়ানোর নির্দেশ


আন্তর্জাতিক ডেস্ক     24 March, 2024     02:05 PM    


সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের বেতন বাড়ানোর নির্দেশ দিয়েছেন ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ। এতে যেসব ইমাম ও মুয়াজ্জিন দুবাইয়ের ইসলাম বিষয়ক ও দাতব্য কার্যক্রম বিভাগের অধীনে কাজ করেন তাদের বেতন বৃদ্ধি পাবে।

সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

মসজিদে ইমামের নেতৃত্বে মুসল্লিরা নামাজ আদায় করে থাকেন। অপরদিকে মুয়াজ্জিনরা আজান দিয়ে মানুষকে নামাজে আসার আহ্বান জানান। ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদের বেতন বাড়ানোর এ নির্দেশনার মাধ্যমে সমাজে ইমাম ও মুয়াজ্জিনদের যে ভূমিকা রয়েছে সেটিকে আরো বেশি স্বীকৃতি দেয়া হয়েছে।