| |
               

মূল পাতা আন্তর্জাতিক সুইডেনে কুরআন অবমাননার প্রতিবাদে রোমে বিক্ষোভ


সুইডেনে কুরআন অবমাননার প্রতিবাদে রোমে বিক্ষোভ


আন্তর্জাতিক ডেস্ক     28 January, 2023     01:18 PM    


ফ্রান্সের পর আবারও সুইডেনে পুলিশি নিরাপত্তায় মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরীফ আগুন দিয়ে পোড়ানোর প্রতিবাদে বিক্ষেভ সমাবেশ করেছে ইতালিতে বসবাসরত মুসলমানরা। কমিউনিটি নেতা নুরে আলম সিদ্দিকী বাচ্চুর আহ্বানে সাড়া দিয়ে রাজধানী রোমের পিয়াচ্ছা রিপুবলিকার এ সমাবেশে বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিগণ এতে অংশগ্রহণ করেন।

সমাবেশ থেকে বক্তারা এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ইহুদী এ নাগরিক দ্বারা কুরআন শরীফ পুড়িয়ে দেওয়া মানেই ইসলাম ধর্মের আবমননা করা। এমন ঘৃন্য কর্মকাণ্ড সমগ্র মুসলিম জাতি মেনে নেবেন না।

তারা আরও বলেন, অচিরেই সুইডেনে সরকার যদি ঐ নাগরিককে বিচারের আওতায় না আনেন তবে রোম থেকেই ইসলাম ধর্ম আবমাননার দায়ে লাগাতার আন্দোলন গড়ে তুলবেন।

সমাবেশ থেকে ইতালীয় পুলিশের নিরাপত্তার বেষ্টনীতে ৫ সদস্যের এক প্রতিনিধি দল উল্লেখিত অপরাধীর যথাযথ শাস্তি, তার নাগরিকত্বসহ ঐ রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল করার দাবি জানিয়ে সুইডেন দূতাবাস ইতালীতে স্মারক লিপি প্রদান করেন।

সুইডেন দূতাবাস থেকে প্রতিনিধীদল ফিরে জানান, সুইডেন দূতাবাসের রাষ্ট্রদুত সুইডেন রাষ্ট্র প্রধানের নিকট মুসলমানদের দাবি দাওয়ার কথা তুলে ধরবেন এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনী পদক্ষেপ গ্রহণ করবেন।

সমাবেশের মাঠে মুসল্লিগণ প্রকাশ্যে আযান দিয়ে নামাজ আদায় করেন। এ সময় কমিউনিটি নেতা তাইফুর রহমান ছোটন, হাসান ইকবাল, হাদিউল ইসলাম হাদি, আনিমুর রহমান ছালামসহ কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।