| |
               

মূল পাতা সারাদেশ খাগড়াছড়িতে এক যুবকের ইসলাম ধর্ম গ্রহণ


খাগড়াছড়িতে এক যুবকের ইসলাম ধর্ম গ্রহণ


নুরুল কবির আরমান      26 December, 2022     01:26 PM    


ইসলাম শান্তির ধর্ম, আর এ ধর্মে রয়েছে মানুষের জন্য কল্যাণকর জীবনব্যবস্থা। এমন আত্ম-উপলব্ধি থেকে খাগড়াছড়িতে সনাতন (হিন্দু) ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে পিপাসা  ত্রিপুরা নামে এক যুবক। মঙ্গলবার(২০ ডিসেম্বর) দুপুরে এফিডেভিট এর মাধ্যমে হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। ধর্মান্তরিত হওয়ার পর তার বর্তমান নাম রাখা হয়েছে আরমান ফাহিম।

রবিবার (২৫ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করেন নবমুসলিম আরমান ফাহিম। তিনি বলেন, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আমার কাছে ইসলাম ধর্ম ভালো লাগায়,পছন্দ হওয়ার কারণে আমি ধর্মান্তরিত হয়েছি। আদালতে এফিডেভিটের মাধ্যমে সনাতন হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে মুসলিম ধর্মীয় রীতি অনুযায়ী আমি মুসলিম হয়েছি।

খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদে এশার নামাজের পরে মসজিদের ইমাম মাওলানা সালাহ উদ্দিনের হাতে স্বেচ্ছায় কালিমা পাঠ করে সনাতন ধর্ম (হিন্দু) ত্যাগ করে ইসলাম ধর্মের ছায়াতলে আসেন আরমান ফাহিম।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম খাগড়াছড়ি খাগড়াছড়ি সদর