| |
               

মূল পাতা সারাদেশ জেলা গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু


গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু


রহমত নিউজ ডেস্ক     17 September, 2022     02:45 PM    


গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানার বাসুগাঁও এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। তার নাম  রাশিদুল ইসলাম (২৫)।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। রাশিদুল সিরাজগঞ্জের নওদা এলাকার নূর আলমের ছেলে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইমায়েদুল জাহেদী বিষয়টি নিশ্চিত করে জানান, পূবাইলের বাসুগাঁও এলাকায় ভাড়া বাসায় থাকতেন রাশিদুল ইসলাম। ওই এলাকাতেই একটি পোশাক কারখানায় ইলেকট্রিশিয়ান হিসেবে চাকরি করতেন তিনি। গতরাতে কারখানা থেকে টঙ্গী-ভৈরব রেল পথ ধরে হেঁটে বাসার দিকে যাচ্ছিলেন, এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

তিনি আরও বলেন, খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়।  


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা গাজীপুর গাজীপুর সদর