| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল 'দ্রব্যমূল্যের উধ্বর্গতিতে মানুষের ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে'


'দ্রব্যমূল্যের উধ্বর্গতিতে মানুষের ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে'


রহমত ডেস্ক     05 September, 2022     10:25 AM    


ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দ্রব্যমূল্যের উধ্বর্গতিতে মানুষের ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। দুর্নীতি আর দুঃশাসনে জনগণ অতিষ্ঠ হয়ে উঠছে। মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার নিয়ন্ত্রণে চরম ব্যর্থ সরকার।

রোববার (০৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দলের মহাসচিব আরো বলেন, দুর্নীতি আর দুঃশাসনে জনগণ আজ অতিষ্ঠ। তেলের দাম ৪৬ টাকা বাড়িয়ে ৫ টাকা কমানো হয়েছে। এটা জনগণের সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন, সরকার অবৈধ ক্ষমতার জোরে অতীতের স্বৈরাচারদের পতনের ইতিহাস ভুলে গেছে। জনগণ ঐক্যবদ্ধ হলে গণবিরোধী এ সরকার অতীতের মতো আস্তাকুঁড়ে নিক্ষেপ হবে।

তিনি বলেন, বাজার করতে না পেরে মানুষ নিরুপায় হয়ে প্রতিবাদ করছে, তখন গুলি করে প্রতিবাদ থামানোর চেষ্টা করছে সরকার। তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করতে সকলের প্রতি আহ্বান জানান।