| |
               

মূল পাতা আন্তর্জাতিক ইসরাইলি সেনা বহনকারী বাসে হামলা, আহত ৭


ইসরাইলি সেনা বহনকারী বাসে হামলা, আহত ৭


আন্তর্জাতিক ডেস্ক     05 September, 2022     10:19 AM    


পশ্চিমতীরে একটি বাস লক্ষ্য করে চালানো এলোপাথাড়ি গুলিতে ৬ ইহুদিবাদি ইসরাইলি সেনা আহত হয়েছেন। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন চালকও। দু’জনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় হেলিকপ্টারের মাধ্যমে হালিফা শহরে নেয়া হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ইসরাইল জানায়, রোববার জেনিন ও নাবলুসের মধ্যবর্তী এলাকায় এ হামলা চালানো হয়। সেনাসদস্যদের বহনকারী বাসটি গুলিতে ঝাঁঝরা করে দেয় হামলাকারী। এ সময় ফায়ার বম্ব ছুঁড়ে যানটিতে অগ্নিসংযোগ করা হয়।

নাম-পরিচয় না জানালেও ঘটনাস্থলের কাছ থেকেই সন্দেহভাজন দুই ফিলিস্তিনি নাগরিককে গ্রেফতার করেছে ইহুদি নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় কেউ এখনো দায় স্বীকার করেনি। তবে সেনাদের ওপর বীরোচিত হামলাকে সাধুবাদ জানিয়েছে হামাস। শনিবারই দখলকৃত পশ্চিমতীরে অভিযান চালিয়ে দুই ফিলিস্তিনিকে হত্যা করে ইসরাইলি সেনাবাহিনী।