| |
               

মূল পাতা ইসলাম জুমার বয়ান ‘দূর্যোগ থেকে রক্ষা পেতে বেশি বেশি তওবা করতে হবে’


‘দূর্যোগ থেকে রক্ষা পেতে বেশি বেশি তওবা করতে হবে’


রহমত ডেস্ক     24 June, 2022     06:14 PM    


বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষেদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব ও জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গার মুহতামিম মুফতি রুহুল আমিন বলেছেন, বলা মুসিবত আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য পরীক্ষা স্বরূপ। বন্যাও তেমনি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য পরীক্ষা।  অধৈর্য না হয়ে বেশি বেশি আল্লাহ কাছে তওবা করতে হবে। আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন, পানিতে এবং স্থলে যে ক্ষতি ছড়িয়ে পড়েছে এগুলো তোমাদের হাতের কামাই। অর্থাৎ বন্যাসহ যা কিছু প্রাকৃতিক দূর্যোগ আল্লাহ আমাদের দেন এগুলো সব আমাদের কৃত কর্মের ফল। এ জন্য দূর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের বেশি বেশি তওবা করতে হবে। আজ (২৪ জুন) শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে খুৎবা পূর্ব বয়ানে তিনি এসব কথা বলেন।

ফতি রুহুল আমিন বলেন,আজকে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে প্লাবিত হয়ে মানুষ মানবেতর জীবন যাপন করছে। খাদ্য, বিশুদ্ধ পানীয় সঙ্কট, আবাসন বসবাসের অনুপযোগী হয়ে যাওয়াসহ নানা সঙ্কটে পানিবন্দি মানুষগুলো। এমতাবস্থায় আমাদের দায়িত্ব যার যে পরিমাণ সমর্থ আছে তা নিয়ে পানিবন্দি মানুষগুলোর সহযোগিতা করা। আল্লাহ ঘোষণা করছেন, তোমরা যা কিছু দান করো তা আল্লাহর সন্তুষ্টির জন্য ই কর; আর যা কিছু দান করো তার পরিপূর্ণ প্রতিদান দেয়া হবে। এ জন্য আমরা সকলে আল্লাহর সন্তুষ্টির জন্য তার দেয়া মাল থেকে পানিবন্দি মানুষের সহযোগিতা করব। ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের যে সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন তা সেতু উদ্বোধনের মাধ্যমে সফল হতে যাচ্ছে। পদ্মাসেতু নির্মাণে খতিব আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সেতুকে সমগ্র খারাবি থেকে হেফাজত রেখে যাতে মানুষের কল্যাণে ব্যবহৃত হয় এজন্য বিশেষ দোয়া করেন।