| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব তুরস্কের বিখ্যাত আলেম শায়খ মাহমুদ আফেন্দীর জানাযায় মুসল্লিদের ঢল


তুরস্কের বিখ্যাত আলেম শায়খ মাহমুদ আফেন্দীর জানাযায় মুসল্লিদের ঢল


মুসলিম বিশ্ব ডেস্ক     24 June, 2022     11:17 PM    


তুরস্কের বিখ্যাত আলেম শায়খ মাহমুদ আফেন্দীর জানাযায় ইস্তুম্বুলে মুসল্লিদের ঢল নেমেছে। শুক্রবার (২৪ জুন) জুমার নামাজের পর ইস্তুম্বুলের ঐতিহাসিক সুলতান মোহাম্মদ আল ফাতিহ জামে মসজিদ চত্বরে তার জানাযা অনুষ্ঠিত হয়।

চিরবিদায় জানাতে তার নামাজে জানাজায় অংশগ্রহণ করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানসহ দেশের উচ্চপদস্থ কর্মকর্তা ও  হাজার হাজার মুসল্লি ও ভক্তবৃন্দ।

শায়খ মাহমুদ এফেন্দি ছিলেন এরদোগানের ধর্মগুরু। গতকাল বৃহস্পতিবার সকালে ৯৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।

শায়খ মাহমুদ এফেন্দি শুধু তুরস্কেরই নয়; বরং তিনি ছিলেন গোটা মুসলিম উম্মাহর অমূল্য এক সম্পদ চিলেন। ২০২২ সালে জর্দানের একটি সংস্থা বিশ্বের শ্রেষ্ঠ ৫০০ জন প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্বের তালিকায় মনোয়ন দেয় তাকে। তিনি বৈশ্বিক বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন।

সূত্র : আনাদোলু এজেন্সি