| |
               

মূল পাতা আন্তর্জাতিক 'আমেরিকা আফগানদের অর্থ চুরি করেছে'


'আমেরিকা আফগানদের অর্থ চুরি করেছে'


আন্তর্জাতিক ডেস্ক     16 February, 2022     11:58 AM    


আফগানিস্তানের রিজার্ভ ভাগ করে অর্ধেক কেটে রেখে দেওয়াকে ‘দস্যুতা’ বলে উল্লেখ করে চীন বলছে, আমেরিকা আফগানদের অর্থ চুরি করেছে। এ সময়ে আফগানদের অর্থ তাদের কাছে ফেরত দিতে ওয়াশিংটনের প্রতি আহ্বানও জানিয়েছে চীন।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং  আরো বলেন, বাইডেনের সিদ্ধান্ত গর্হিত দস্যুতা ও লজ্জাজনক নৈতিক অবনমন। যুক্তরাষ্ট্রের উচিত চুরি করা অর্থ আফগান জনগণের কাছে ফেরত দেওয়া। এছাড়া আফগানিস্তান, ইরাক, লিবিয়াসহ যেসব দেশে মার্কিন অভিযানে হতাহতের ঘটনা ঘটেছে, সেসব দেশের নাগরিকদের ক্ষতিপূরণ দিতেও তিনি আহ্বান জানিয়েছেন।

আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের ৭০০ কোটি মার্কিন ডলারের সম্পদ দুই ভাগ করে অর্ধেকটা যুদ্ধবিধ্বস্ত দেশটিকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাকিটা ৯/১১ হামলায় ভুক্তভোগীদের ক্ষতিপূরণের জন্য রেখে দেন। বাইডেন শুক্রবার (১১ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। তিনি এমন সময় আফগান জনগণের সম্পদ ডাকাতি করে ১১ সেপ্টেম্বরের ভুক্তভোগীদের দেয়ার সিদ্ধান্ত নিলেন যখন ৯/১১ হামলায় আফগানিস্তানের সংশ্লিষ্টতা আজ পর্যন্ত প্রমাণ করা যায়নি।