| |
               

মূল পাতা সারাদেশ তৃতীয় শ্রেণির ছাত্রীকে পায়ুপথে যৌন নির্যাতন; যুবক গ্রেপ্তার


তৃতীয় শ্রেণির ছাত্রীকে পায়ুপথে যৌন নির্যাতন; যুবক গ্রেপ্তার


রহমত ডেস্ক     05 February, 2022     08:07 AM    


তৃতীয় শ্রেণি পড়ুয়া এক শিশু ছাত্রীকে পায়ুপথ দিয়ে যৌন নির্যাতন করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটে নরসিংদীর পলাশের পৌর এলাকার আটিয়াগাঁও গ্রামে। পরে রাকিব মিয়া (২৮) নামের ওই যুবককে শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত রাকিব মিয়া উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার আটিয়াগাঁও গ্রামের মতিউর রহমানের ছেলে। সে পেশায় একজন গার্মেন্টস শ্রমিক।

বিষয়টি নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, সম্প্রতি পৌর এলাকার আটিয়াগাঁও গ্রামের মতিউর রহমানের বখাটে ছেলে রাকিব মিয়া তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে পায়ুপথে ধর্ষণের চেষ্টা করে। এতে শিশুটি অচেতন হয়ে পড়ে।

শুক্রবার সন্ধ্যার দিকে শিশুটির পায়ুপথ দিয়ে অতিমাত্রায় রক্তক্ষরণ হলে শিশুটির পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। 
এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফোন দিয়ে পায়ুপথে ধর্ষণের শিকার হওয়ার ঘটনাটি পুলিশকে অবগত করে।

পরে দ্রুত পুলিশ পাঠিয়ে বিষয়টি তদন্ত করে অভিযুক্ত বখাটে রাকিব মিয়াকে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা গাজীপুর কালীগঞ্জ