| |
               

মূল পাতা প্রবাস ২ হাজার কুরআন শরীফ বিতরণ করলো ফেনী জেলা প্রবাসী পরিবার


২ হাজার কুরআন শরীফ বিতরণ করলো ফেনী জেলা প্রবাসী পরিবার


রহমত ডেস্ক     05 February, 2022     09:25 AM    


২ হাজার কপি পবিত্র কুরআন ও কম্বল বিতরণ করেছে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের নিয়ে গঠিত ‘ফেনী জেলা প্রবাসী পরিবারে’। সম্প্রতি ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের জামেয়া এমদাদিয়া দক্ষিণ মধুয়াই মাদরাসায় মহাগ্রন্থ আল কুরআন বিতরণ করে সংগঠনটি।

এসব কুরআন শরিফ ফেনীর ৪৩টি ইউনিয়নের প্রায় ৮৬টি মাদরাসায় পর্যায়ক্রমে বিতরণ অব্যাহত থাকবে। এছাড়া মাদরাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করবে সংগঠনটি।

No description available.

ফেনী জেলা প্রবাসী পরিবারের গ্রুপ ক্রিয়েটর কাতার প্রবাসী মিলন আহমেদ জানান, ফেনী জেলা প্রবাসী পরিবারের উদ্যোগে এরই মধ্যে ফেনীর ৬টি উপজেলায় প্রায় ৩ হাজার মাদরাসা ছাত্র ও এতিমদের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়েছে।

তিনি আরো জানান, আমাদের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে জেলার ৪৩টি ইউনিয়নের প্রায় ৮৬টি মাদরাসায় পবিত্র কুরআন শরিফ বিতরণ করা হবে। সাথে মাদরাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কর্মসুচিও অব্যাহত থাকবে।