| |
               

মূল পাতা আন্তর্জাতিক ইসরাইলের প্রধানমন্ত্রীকে ফোন করে ধমকালেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ


ইসরাইলের প্রধানমন্ত্রীকে ফোন করে ধমকালেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     10 November, 2021     09:54 AM    


অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেতকে ফোন করে ধমকালেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। জানা গেছে, তার দেশ থেকে সম্প্রতি ইহুদিবাদী ইসরাইল সংখ্যালঘু ইহুদি নামধারী যেসব মানুষকে সরিয়ে নিয়েছে, তারা আসলে টাইগ্রে বিদ্রোহী এবং যুদ্ধাপরাধী। তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেতকে টেলিফোন করে এ ব্যাপারে ধমকের সুরে শাসিয়েছেন।

বুধবার (১০ নভেম্বর) বার্তা সংস্থা আল-কুদস আল-আরাবি এমন খবর দিয়েছে।

ওই প্রতিবেদনে জানানো হয়, টেলিফোনালাপে আবি আহমেদ ব্যাপকভাবে উত্তেজিত হয়ে যান এবং বেনেতের সঙ্গে ধমকের সুরে কথা বলেন। তিনি বলেন, যাদেরকে অভিবাসনের নামে ইসরাইলে নিয়ে যাওয়া হয়েছে, তারা টাইগ্রে গণহত্যায় জড়িত ছিল এবং ইথিওপিয়ার আদালতে তাদের বিচার হওয়ার কথা রয়েছে। এ ধরনের যুদ্ধাপরাধীদের ইসরাইলে আশ্রয় দেওয়ার জন্য তিনি ইহুদিবাদী প্রধানমন্ত্রীর প্রতি ধিক্কার জানান।

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত বিশ্বে ইহুদিদের কোনো স্বাধীন রাষ্ট্র ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফিলিস্তিনি ভূমি জবরদখল করে বিশ্ব সাম্রাজ্যবাদীরা ইহুদিবাদীদেরকে ইসরাইল নামক একটি জারজ রাষ্ট্র প্রতিষ্ঠা করে দেয়। তখন থেকে বিশ্বের বিভিন্ন স্থান থেকে ইহুদিদের ধরে এনে ফিলিস্তিনিদের ঘরবাড়িতে পুনর্বাসনের সুযোগ করে দেওয়া হয়। ইসরাইল নামক অবৈধ রাষ্ট্রের অধিবাসীরা মূলত এভাবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ইহুদি অভিবাসী। ইসরাইলে ইথিওপিয়া থেকে আগত এরকম এক লাখ ৪০ হাজার ইহুদি অভিবাসী রয়েছে।

/জেআর/