| |
               

মূল পাতা করোনাভাইরাস বৃহস্পতিবার থেকে ঘর থেকেও বের হওয়া যাবে না


বৃহস্পতিবার থেকে ঘর থেকেও বের হওয়া যাবে না


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     28 June, 2021     03:37 PM    


আগামী বৃহস্পতিবার (১ জুলাই) থেকে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ শুরু হবে। এ সময় ঘর থেকেও বের হওয়া যাবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ শুরু হবে। তখন জরুরি সেবা ছাড়া মানুষ ঘর থেকেও বের হতে পারবে না। এই কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশ, বিজিবি, ব্যাটালিয়ন পুলিশ ছাড়াও সেনাবাহিনী টহলে থাকবে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যতটুকু সম্ভব, ততটুকু কর্তৃত্ব তাদের দেওয়া হয়েছে।

সোমবার (২৮ জুন) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে সরকারের এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

এ সময় খন্দকার আনোয়ারুল ইসলাম আরও বলেন, ১ জুলাই সকাল ছয়টা থেকে ৭ জুলাই রাত ১২ পর্যন্ত কঠোর বিধিনিষেধ থাকবে। তবে প্রয়োজন মনে হলে তা আরও এক সপ্তাহ বাড়তে পারে। বিধিনিষেধ চলাকালে ঘর থেকে বের হওয়া যাবে না (জরুরি সেবা ছাড়া) বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে, গতকাল রোববার (২৭ জুন) প্রজ্ঞাপন জারি করা হয়। তাতে ২৮ শে জুন সকাল ৬টা থেকে পহেলা জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ আরোপের কথা জানানো হয়। এ সময় গণপরিবহন ও মার্কেট-শপিং মল সম্পূর্ণ বন্ধ থাকবে।

/জেআর/