| |
               

মূল পাতা করোনাভাইরাস এবারের লকডাউনে নতুন যে ৫ শর্ত


এবারের লকডাউনে নতুন যে ৫ শর্ত


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     28 June, 2021     03:28 PM    


করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির জেরে নতুন করে লকডাউন দেওয়া হয়েছে। প্রথম দফায় ২৮ জুন থেকে তিনদিন, এরপর ১ জুলাই থেকে ৭ দিনের ‘সর্বাত্মক লকডাউন’ ঘোষণা করা হয়েছে।

২৮শে জুন সকাল ৬টা থেকে পহেলা জুলাই সকাল ৬টা পর্যন্ত বিভিন্ন বিধি-নিষেধ কার্যকর থাকবে। রোববার (২৭ জুন) এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন শর্ত রেখে বিধি-নিষেধ আরোপের বিষয়টি জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

নতুন যেসব বিধি-নিষেধের কথা বলা হয়েছে তার মধ্যে রয়েছে- সারা দেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত টহলের মাধ্যমে তা নিশ্চিত করবেন।

দ্বিতীয়ত, সব ধরনের মার্কেট, শপিং-মল, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।

তৃতীয়ত, খাবারের দোকান, হোটেল রেস্তোরা সকাল ৮টা থেকে রাত ৮ টা পর্যন্ত শুধু খাবার বিক্রি(অনলাইন/টেকওয়ে) করতে পারবে।

চতুর্থত, সরকারি-বেসরকারি অফিস বা প্রতিষ্ঠানে শুধু প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী নিশ্চিত করতে নিজ নিজ অফিসের ব্যবস্থাপনায় তাদের আনা-নেওয়া করতে হবে।

পঞ্চমত, জনসাধারণকে মাস্ক পরার জন্য আরও প্রচার-প্রচারণা চালাতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

/জেআর/