| |
               

মূল পাতা প্রবাস সৌদি আরবে ১৭ হাজার অবৈধ অভিবাসী আটক


সৌদি আরবে ১৭ হাজার অবৈধ অভিবাসী আটক


প্রবাস ডেস্ক     20 December, 2023     01:46 PM    


মাত্র এক সপ্তাহের  ব্যবধানে সৌদি আরবে প্রায় ১৭ হাজারের অধিক অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সৌদি ভিত্তিক সংবাদ সংস্থা আল আরাবিয়া সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে  এক প্রতিবেদনে জানায়, আবাসন আইন লঙ্ঘন,  অবৈধ সীমান্ত অতিক্রমের চেষ্টা, শ্রম-সম্পর্কিত বিভিন্ন অপরাধের জন্য তাদের আটক করা হয়েছে।

জানা যায়, আবাসিক আইন লঙ্ঘনের জন্য মোট ১১ হাজার ২১৯ জন, অবৈধ সীমান্ত অতিক্রমের জন্য ১১ হাজার ২১৯ জন, আর শ্রম-সম্পর্কিত সমস্যায় আটক হয়েছেন ২ হাজারে ৫৫৫ জন। 

এছাড়াও অবৈধ ভাবে অন্য দেশ থেকে সৌদিতে প্রবেশের চেষ্টায় আটক করা হয়েছে সহস্রাধিক ইয়েমেন ও ইথিওপিয়ান নাগরিককে। 

প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত আটককৃত প্রায় ৪৩ হাজার ৯৭৫ জনকে নিজ নিজ দেশের দূতাবাসে প্রেরণ করে দেশে পাঠানোর আদেশ দিয়েছে দেশটি। 

এক সতর্কবার্তায় সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে যে কোন ধরনের বেআইনি কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দেশটিতে অনুপ্রবেশকারীদের কোনো ধরনের সহায়তা বা পরিষেবা প্রদান করলে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড সহ কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। এছাড়া ১০ লাখ সৌদি রিয়াল জরিমানাসহ সম্পদ বাজেয়াপ্ত করা হবে।