| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত মানুষের ওপর যারা আক্রমণ করে তারা মনুষ্যত্বহীন : প্রধান বিচারপতি


মানুষের ওপর যারা আক্রমণ করে তারা মনুষ্যত্বহীন : প্রধান বিচারপতি


রহমত নিউজ     20 December, 2023     01:40 PM    


মানুষের ওপর যারা আক্রমণ করে তাদের মধ্যে মনুষ্যত্ব আছে কিনা তা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেন, শুধু মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে নয়, যে কোন নাশকতার সাথে জড়িত দুস্কৃতিকারীর বিচারের আওতায় আনতে হবে।

বুধবার (২০ ডিসেম্বর) সকালে সুপ্রীম কোর্টের ‘রেকর্ড ভবন’ এর নির্মাণ কাজের শুভ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

ট্রেনে দুষ্কৃতিকারীদের হামলার বিচার হওয়া উচিৎ কি না? এক সাংবাদিকের এমন প্রশ্নে প্রধান বিচারপতি বলেন, ‘যারা দুষ্কৃতিকারী তাদের তো বিচার অবশ্যই হওয়া উচিৎ। মোহনগঞ্জ এক্সপ্রেস বলে কথা না, পঞ্চগড় এক্সপ্রেস হলে একই কথা হতো, নোয়াখালী এক্সপ্রেস হলেও একই কথা হত। মানুষের উপর যারা আক্রমণ করে তাদের মনুষত্ব আছে কিনা? সে বিষয়ে সন্দেহের অবকাশ আছে। আশাকরি সরকার প্রকৃত দোষীদের খুজে বের করে শাস্তির আওতায় আনবে।’