| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন মাদরাসায় নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ-সপ্তমের বার্ষিক মূল্যায়ন সূচি সংশোধন


মাদরাসায় নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ-সপ্তমের বার্ষিক মূল্যায়ন সূচি সংশোধন


রহমত নিউজ ডেস্ক     03 November, 2023     02:52 PM    


মাদরাসায় নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পিছিয়েছে। নতুন শিক্ষাক্রমে ক্লাস চলা দুই শ্রেণিতে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন ৫ নভেম্বর থেকে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সে সময়ে পরিবর্তন আনা হয়েছে। সামষ্টিক মূল্যায়ন ৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে। ৩০ নভেম্বর পর্যন্ত এ দুই শ্রেণির মূল্যায়ন চলবে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক মূল্যায়নের সংশোধিত সূচি মাদরাসাগুলোতে পাঠিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের ওয়েবসাইটেও  এ সূচি প্রকাশ করা হয়েছে।

মাদরাসা শিক্ষা অধিদপ্তর বলছে, আগামী ১ ডিসেম্বর থেকে মাধ্যমিকে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম চালাতে মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ কার্যক্রম চলবে। তাই বার্ষিক সামষ্টিক মূল্যায়ন ৫ নভেম্বরের পরিবর্তে ৯ নভেম্বর থেকে শুরু হবে। ষষ্ঠ-সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরিচালনার বিস্তারিত নির্দেশনা ২৯ অক্টোবরের পরিবর্তে ৫ নভেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠানো হবে। সব বিষয়ে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরিচালনা করতে হবে ও বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনায় পরবর্তী শ্রেণিতে উত্তরণের নীতিমালা সংযুক্ত থাকবে। শিক্ষার্থীর পরদর্শিতার রিপোর্ট কার্ডটি দেওয়ার সময় অভিভাবকদের আমন্ত্রণ জানিয়ে শিক্ষার্থীর পারদর্শিতার বিষয়ে জানাতে হবে। ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর শিক্ষকেরা প্রশিক্ষণ গ্রহণে ব্যস্ত থাকবেন তাই ৩০ নভেম্বরের মধ্যে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের সব কার্যক্রম সম্পন্ন করতে হবে।