| |
               

মূল পাতা জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানাতে মিশনগুলোতে সরকারের চিঠি


নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানাতে মিশনগুলোতে সরকারের চিঠি


রহমত নিউজ ডেস্ক     03 November, 2023     02:31 PM    


বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিকদের আমন্ত্রণ জানাতে বাংলাদেশের বিদেশি মিশনগুলোতে চিঠি পাঠিয়েছে সরকার। বুধবার (১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মিশনগুলোতে এ চিঠি পাঠানো হয়। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে।

মিশনগুলোতে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারির মাঝামাঝি আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিকদের নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়। বিদেশি মিশনগুলোতে পাঠানো চিঠির সঙ্গে নির্বাচন পর্যবেক্ষণের জন্য ‘বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যম নীতিমালা-২০২৩’ যুক্ত করে দেওয়া হয়। তাতে আগামী ২১ নভেম্বরের মধ্যে নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহীদের আবেদন করতে বলা হয়েছে। বলা হয়েছে, নির্বাচন কমিশন সব সময় একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রতিজ্ঞাবদ্ধ। ইসি চায়, দেশি পর্যবেক্ষকদের পাশাপাশি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকেরা যেন নির্বাচন পর্যবেক্ষণ করেন। চলতি মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতার জন্য ভোট পর্যবেক্ষণে নির্বাচনে পর্যবেক্ষকদের জন্য সব ধরনের পর্যবেক্ষণ কার্যক্রম উন্মুক্ত থাকবে। এক্ষেত্রে বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যম নীতিমালা-২০২৩ মেনে আবেদন করতে হবে। আবেদনপত্র ইসির ওয়েবসাইটে পাওয়া যাবে।