| |
               

মূল পাতা প্রবাস মালয়েশিয়ায় বৈধ হতে ৭ লাখ অভিবাসীর আবেদন


মালয়েশিয়ায় বৈধ হতে ৭ লাখ অভিবাসীর আবেদন


রহমত নিউজ     13 October, 2023     09:27 AM    


মালয়েশিয়ায় বৈধ হতে প্রায় সাত লাখ অনথিভুক্ত অভিবাসী আবেদন করেছেন। করোনা পরবর্তী সময়ে দেশটির পাঁচটি গুরুত্বপূর্ণ খাতে জনবলের চাহিদা পূরণে সরকারের দেওয়া ওয়ার্কফোর্স রিক্যালিব্রেশন (আরটিকে ২.০) কর্মসূচির অধীনে বৈধ হতে নাম নিবন্ধন করেছেন তারা।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাসিক অধিবেশন শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মালয়েশীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন।

মালয়েশিয়ার অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে গত ২৭ জানুয়ারি থেকে রিক্যালিব্রেশন আরটিকে ২.০ কর্মসূচি শুরু হয়েছে।

এটি শেষ হবে চলতি বছরের ৩১ ডিসেম্বর। অর্থাৎ, আর মাত্র দুই মাস বাকি রয়েছে। এর মধ্যেই নিয়োগকর্তাদের বিদেশি কর্মীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে।

যারা নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের নিয়োগকর্তাদের ইমিগ্রেশন কাউন্টারে কর্মীদের যাচাই প্রক্রিয়া দ্রুত শেষ করতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন।

গত ৪ অক্টোবর বাংলাদেশের বিদায়ী হাইকমিশনার মো. গোলাম সারোয়ার মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালক রুসলিন জুসোহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং দেশটিতে বসবাসরত বাংলাদেশি কর্মীদের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

মালয়েশিয়ায় বিদেশি কর্মীর সংখ্যা বিবেচনায় বাংলাদেশ দ্বিতীয়স্থানে থাকলেও রি-ক্যালিব্রেশন প্রক্রিয়ার আওতায় এ বছরের ডিসেম্বর থেকেই দেশটি প্রথম স্থানে চলে আসবে বলে জানিয়েছেন ইমিগ্রেশন মহাপরিচালক। তবে আরটিকে ২.০ কর্মসূচির আওতায় কতজন বাংলাদেশি আবেদন করেছেন, তা জানা যায়নি।