| |
               

মূল পাতা রাজনীতি আওয়ামী লীগ তুরস্ক সফরে যাচ্ছে আওয়ামী লীগ


তুরস্ক সফরে যাচ্ছে আওয়ামী লীগ


রহমত নিউজ     06 October, 2023     01:58 PM    


তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির গ্র্যান্ড কংগ্রেসে যোগ দিতে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। দলটি শুক্রবার (৬ অক্টোবর) ঢাকা ত্যাগ করবেন।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আওয়ামী লীগকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানায় দেশটি। আগামী ৭ অক্টোবর দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দলের গ্র্যান্ড কংগ্রেস অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের সঙ্গে তুরস্কের যোগাযোগ রয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা গত ৩ জুন আঙ্কারার গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে তুরস্কের পুণনির্বাচিত প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের শপথ অনুষ্ঠানে যোগ দেন।

এর আগে ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর রোহিঙ্গা শিবির পরিদর্শন করতে বাংলাদেশ এসেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের স্ত্রী ও দেশটির ফার্স্ট লেডি আমিনা এরদোগান।