| |
               

মূল পাতা সারাদেশ জেলা ‘সংসদকে অর্থবহ করতে কৃষক-ক্ষেতমজুরের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে’


‘সংসদকে অর্থবহ করতে কৃষক-ক্ষেতমজুরের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে’


রহমত নিউজ ডেস্ক     30 May, 2023     08:14 PM    


বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেছেন, মার্কিন ভিসানীতি নিয়ে সব দল ব্যতিব্যস্ত হয়ে পড়লেও দেশের কৃষক ও ক্ষেতমজুরদের কোনো মাথাব্যথা নেই। তারা দেশের অর্থ বিদেশে পাচার করে না, দেশের শিক্ষা বাদ দিয়ে বিদেশে ছেলে-মেয়েদের পড়ায় না। তারা উদ্বিগ্ন বাজেটে কৃষকের জন্য কী আসছে। আইএমএফের শর্ত মেনে কৃষিতে ভর্তুকি তুলে নেওয়া হবে কি না।  ৬২ শতাংশ ব্যবসায়ীর সংসদে কৃষক-ক্ষেতমজুর, গরিব মানুষ ও গ্রামের মানুষের কথা হয় না। হয় শুধু দলের কথা, নেতা-নেত্রীর কথা। আর এ কারণেই কৃষকসহ সাধারণ মানুষ নির্বাচন ও সংসদ নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেছে। সংসদকে অর্থবহ করতে হলে সেখানে কৃষক-ক্ষেতমজুরের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

আজ (৩০ মে) মঙ্গলবার নাটোরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে জাতীয় কৃষক সমিতির সপ্তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় কৃষক সমিতির সভাপতি মাহমুদুল হাসান মানিকের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, কৃষক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কামরূল আহসান, ক্ষেতমজুর ইউনিয়নের সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুল মজিদ, উত্তরবঙ্গ চিনিকল আখ চাষি সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল, নাটোর জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লোকমান হোসেন বাদল, জেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি মিজানুর রহমান মিজান প্রমুখ। সঞ্চালনা করেন জাতীয় কৃষক সমিতির সহ-সাধারণ সম্পাদক দিপংকর সাহা দিপু।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রাজশাহী নাটোর নাটোর সদর