| |
               

মূল পাতা সারাদেশ জেলা উল্লাপাড়ায় ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে প্রাণ হারালেন কৃষক


উল্লাপাড়ায় ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে প্রাণ হারালেন কৃষক


মফস্বল ডেস্ক     16 May, 2024     04:59 PM    


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রচণ্ড গরমে ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) সকালে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের রহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক বিষ্ণুপদ মজুমদার (৫১) রহিমপুর গ্রামের বাসিন্দা।

বাঙ্গালা ইউপির চেয়ারম্যান সোহেল রানা নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার (১৬ মে) ভোরে নিজের জমিতে অন্যান্য শ্রমিকদের সাথে কৃষক বিষ্ণুপদ মজুমদারও ধান কাটছিলেন।

প্রচণ্ড গরমের কারণে সকাল ১০টার দিকে হিটস্ট্রোকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রাজশাহী সিরাজগঞ্জ উল্লাপাড়া