| |
               

মূল পাতা জাতীয় ক্বিরাত সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন শায়খ আহমাদ বিন ইউসুফ


ক্বিরাত সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন শায়খ আহমাদ বিন ইউসুফ


বেলায়েত হুসাইন     25 April, 2023     05:45 AM    


আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেছেন ‘আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা’র (ইক্বরা) প্রেসিডেন্ট ও‘মা’হাদুল ক্বিরাত বাংলাদেশ’র পরিচালক বিশ্বখ্যাত বাংলাদেশী ক্বারী শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায় ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন তিনি।

শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী জানান, ‘কনফেডারেশন অব ইসলামিক মিল্লি-গ্রুস অব ইস্ট’ আয়োজিত আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ‘যিয়েফেতে কুরআনে’ বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।

আগামী ২৮ ও ২৯ এপ্রিল ফ্রান্সের স্ট্রেসবার্গ শহরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রোগ্রাম শেষে আগামী ১ মে শায়খের দেশে ফেরার কথা রয়েছে।

শায়খ আযহারীর এটি ষষ্ঠতম ইউরোপ সফর। তার এই সফরের মাধ্যমে ফ্রান্সে অবস্থানরত বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমদের মাঝে বাংলাদেশের সম্মান বৃদ্ধি পাবে।

উল্লেখ্য যে, শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী বাংলাদেশে বিশুদ্ধ তেলাওয়াত ও ক্বিরাতের রূপকার এবং ঐতিহাসিক ৬ দফা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক কারী মুহাম্মাদ ইউসুফ রহ:-এর সন্তান।