| |
               

মূল পাতা ইসলাম আজ ঢাকার ইফতারের সময়


আজ ঢাকার ইফতারের সময়


ইসলাম ডেস্ক     24 March, 2023     02:18 PM    


সংযমের মাস পবিত্র মাহে রমজান। ধর্মপ্রাণ মুসলমানরা মাসজুড়ে রোজা রেখে মহান আল্লাহর সন্তুষ্টি আদায়ে নিমগ্ন থাকবেন। রোজার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ সাহরি ও ইফতার। দিনের দৈর্ঘ্যের সাথে সামঞ্জস্য রেখে সাহরি ও ইফতারের সময়সূচিতে আসে পরিবর্তন।

আসুন প্রথম রোজার ইফতারের সময় জেনে নেই।

শুক্রবার (২৪ মার্চ) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার ইফতারের সময় সন্ধ্যা ৬টা ১৪ মিনিট। সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

ইফতারের মাসনূন দোয়া হলো:
اَللهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِك أَفْطَرْت।

বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু।

অর্থ: ‘হে আল্লাহ আমি আপনার জন্য রোজা পালন করলাম এবং আপনার দেয়া রিজিক দিয়ে ইফতার করলাম।’