| |
               

মূল পাতা ইসলাম জুমার বয়ান ‘যতো পাবো ততো খাবো’ নীতি থেকে সরে আসতে হবে’


‘যতো পাবো ততো খাবো’ নীতি থেকে সরে আসতে হবে’


রহমত নিউজ     04 November, 2022     09:48 PM    


ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ও জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতীব মুফতি রুহুল আমিন বলেন, মহান আল্লাহর হুকুম পালনে পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করতে হবে। ঘুষ দেয়া এবং নেয়া উভয়ই গুনার কাজ। যত পাবো তত খাবো এ নীতি থেকে সরে আসতে হবে। জনগণের রক্ত শোষণ করে অর্থ কামাইয়ের প্রতিযোগিতা পরিহার করতে হবে। খাদ্য সঙ্কটের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সৃষ্টি জগতের এমন কোনো মাখলুখ নেই যাদের খাবারের দায়িত্ব আল্লাহ নেননি। রিযিকের একমাত্র মালিক মহান আল্লাহ। রিযিকের অপচয় রোধে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আজ (৪ নভেম্বর) শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের জুমার খুতবা পূর্ব বয়ানে তিনি এসব কথা বলেন।

মুফতি রুহুল আমিন বলেন, যদি ঈমান থাকে যে আমরা নিশ্চিত আল্লাহর কাছে ধরা খাবো তা’হলে ক্ষমার আশায় গুনার কাজে লিপ্ত হওয়া যাবে না। আল্লাহ ভীতি থাকলে পিতা-মাতার হক, স্ত্রীর হক প্রতিবেশির যথাযথভাবে আদায় করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ বিশ্ববাসীর জন্য কল্যাণকর। সমাজ রাষ্ট্রের কল্যাণের জন্যই আল্লাহর হুকুম পালন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শকে অনুসরণ করতে হবে। আল্লাহপাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন জালেমের দিকে একটুও ঝুকা যাবে না। হারাম হালালের বিষয়গুলো মাথায় রেখে জালেমদের দিকে সামান্য একটিু ঝুকা হলেও জাহান্নামের আগুন থেকে রেহাই পাওয়া যাবে না।  দুনিয়াটা পরীক্ষার জায়গা। স্বাধীনতার মানে এমনটা নয়; যে আমরা ইসলামের হুকুমতকে পাশ কাটিয়ে বেদীন হয়ে যাবো। যার যতবড় দায়িত্ব তার পুরষ্কারও ততবড়। তিরষ্কারও ততবড়। মানবজাতির হেদায়েতের জন্য আল্লাহপাক পবিত্র কোরআন নাযিল করেছেন। আজ সব আছে কিন্ত আমল নেই। পবিত্র কোরআনের শিক্ষা গ্রহণ করে আমলের পরিমাণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।