| |
               

মূল পাতা আন্তর্জাতিক ফের বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা


ফের বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা


আন্তর্জাতিক ডেস্ক     29 May, 2022     11:09 AM    


আবারও বিক্ষোভ-সহিংসতায় উত্তাল হয়ে উঠেছে শ্রীলঙ্কা। রাজধানীর বিভিন্ন সড়কে মিছিল করে হাজার হাজার জনসাধারণ। রিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ।

শনিবার (২৮ মে)  সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে মিছিল করে হাজারও নাগরিক। সন্ধ্যায় প্রেসিডেন্টের বাসভবনের সামনের সড়কে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে শ্লোগান দেন তারা।

একপর্যায়ে পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বাসভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে জনতা। আটকাতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। ছড়িয়ে পড়ে সংঘাত। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ।

স্বাধীনতার পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেসহ মন্ত্রীরা পদত্যাগ করলেও থামেনি ক্ষোভ। এবার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের চায় জনগণ।