| |
               

মূল পাতা সারাদেশ বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ


বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ


রহমত ডেস্ক     21 December, 2021     09:56 PM    


চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দলটির প্রতিনিধি সম্মেলনে মঙ্গলবার (২১ ডিসেম্বর) ফটিকছড়ি উপজেলা বিএনপির নাসিমন ভবনে এ ঘটনা ঘটে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার।  এতে ২০ জন আহত হয়েছে।

আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ও নগরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে বিএনপির নেতাকর্মীরা জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফটিকছড়ি উপজেলা বিএনপির প্রতিনিধি সম্মেলনে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরোয়ার আলমগীর গ্রুপের সদস্যদের নিয়ে সম্মেলন চলছিল। কিন্তু ওই কমিটির আরেক সদস্য আজিম উল্লাহ বাহার গ্রুপের সদস্যদের সম্মেলনে দাওয়াত না দেওয়ায় এ ঘটনা ঘটে। সরোয়ার আলমগীর ও আজিম উল্লাহ বাহার গ্রুপের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে আহতরা বিভিন্ন হাসাপাতালে চিকিৎসা নিচ্ছে।

কোতোয়ালী থানার ওসি মো. নেজাম উদ্দীন বলেন, ফটিকছড়ি উপজেলা বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতিতে কয়েকজন আহত হয়েছে। তবে আমরা কোনো অভিযোগ পায়নি, অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম চট্টগ্রাম ফটিকছড়ি