| |
               

মূল পাতা জাতীয় দেশে ১০ মাসে ধর্ষণ-সংক্রান্ত ঘটনা ঘটেছে ১১৮২টি


দেশে ১০ মাসে ধর্ষণ-সংক্রান্ত ঘটনা ঘটেছে ১১৮২টি


রহমত ডেস্ক     02 December, 2021     10:25 AM    


দেশে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত প্রথম ১০ মাসে এক হাজার ১৮২টি ধর্ষণ-সংক্রান্ত ঘটনা ঘটেছে। এ তথ্য জানিয়েছে জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ)।

প্রতিষ্ঠানটি জানায়, জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত ধর্ষণ ৯৫৫, সংঘবদ্ধ ধর্ষণ ২২০ ও ধর্ষণের চেষ্টার ঘটনা ২৫৯টি ঘটেছে। একই সময়ে রাস্তা, যানবাহন, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, এমনকি বাড়িতে প্রায় ৮৪ শতাংশ নারী যৌন হয়রানির শিকার হয়েছেন।

বুধবার (০১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিএনডব্লিউএলএ-র উদ্যোগে আয়োজিত 'বাংলাদেশে যৌন হয়রানি :বর্তমান প্রেক্ষাপট ও প্রতিরোধে করণীয়' শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব তথ্য তুলে ধরা হয়।

চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত খবরের ভিত্তিতে এ পরিসংখ্যান তুলে ধরা হয়। পরিসংখ্যান তুলে ধরেন সংগঠনের সভাপতি আইনজীবী সালমা আলী।

এ সময় তিনি বলেন, বর্তমানে দেশে নারীর প্রতি সহিংসতা প্রতিটি ক্ষেত্রেই উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। এখনই সময় নারীদের রুখে দাঁড়ানোর।

অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি ও আইনজীবীরা অংশ নেন।