| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ইসরাইলের সঙ্গে সম্পর্ক নয়, মুসলিম দেশগুলোর রুখে দাঁড়ানো উচিত : হিজবুল্লাহ


ইসরাইলের সঙ্গে সম্পর্ক নয়, মুসলিম দেশগুলোর রুখে দাঁড়ানো উচিত : হিজবুল্লাহ


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     23 October, 2021     11:20 AM    


 

অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর রুখে দাঁড়ানো উচিত বলে মন্তব্য করেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।

শনিবার (২৩ অক্টোবর) পার্স টুডের খবরে বলা হয়, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়াসাল্লামের পবিত্র জন্মদিন বা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে আয়োজিত এক সমাবেশে দেওয়া বক্তৃতায় হাসান নাসরুল্লাহ এসব কথা বলেন। তার এই বক্তব্য টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা হয়।

তিনি বলেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার বিরোধিতা করা সমস্ত মুসলমানের দায়িত্ব। ইহুদিবাদী ইসরাইল সারা বিশ্বের মুসলমানদের জন্য হুমকি। আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইল চায় বিশ্বের কোনো মুসলমান যেন ইসরাইলি দখলদারিত্ব ও বর্বরতার বিরুদ্ধে কথা না বলে।

তেলআবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতি নিন্দা ও ঘৃণা প্রকাশ করেন তিনি।

/জেআর/