| |
               

মূল পাতা সারাদেশ সুদের টাকা না পেয়ে গাছে বেঁধে নির্যাতন, আটক ২


সুদের টাকা না পেয়ে গাছে বেঁধে নির্যাতন, আটক ২


নেত্রকোণা প্রতিনিধি     08 August, 2021     05:00 PM    


নেত্রকোণায় সুদের টাকা না পেয়ে গাছে বেঁধে শান্তু মিয়া নামে এক ব্যক্তিকে নির্যাতনের অভিযোগ উঠেছে।

রোববার (৮ আগস্ট) ভোর রাতে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ঝাউসী গ্রামে এই ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় দুপুরে শান্ত মিয়া বাদী হয়ে ৩ ভাইয়ের বিরুদ্ধে মডেল থানায় মামলা দায়ের করেছে। পুলিশ মো: হানিফ (৩৬) ও আলামিন (৩২) নামে দুইজনকে আটক করেছে। আটককৃতরা একই গ্রামের মৃত আ: রশিদের ছেলে।

অভিযোগে জানা যায়, সদর উপজেলার ঝাউসী গ্রামের হানিফ মিয়ার নিকট থেকে একই গ্রামের শান্ত মিয়া প্রায় ৫ বছর আগে মাসিক ২০ টাকা হারে সুদে ২০ হাজার টাকা নেয়। এর মধ্যে অনেকবার লাভের টাকা দিয়েছে তাদের। কিন্তু গত কয়েকদিন আগে সুদের টাকা চাইতে গেলে না দেওয়ায় রোববার ভোর রাতে শান্ত মিয়াকে বাড়ি থেকে নিয়ে পাশের একটি গাছে শিকল দিয়ে বেঁধে রাখে আটককৃতরা।

নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাখের আহম্মেদ জানান, সুদের টাকা না দেওয়ায় শান্ত মিয়াকে শিকল দিয়ে গাছে বেঁধে রাখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। দুইজনকে আটক করা হলেও একজন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

/জেআর/

 


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ময়মনসিংহ নেত্রকোণা নেত্রকোণা সদর