| |
               

মূল পাতা ইসলাম আরাফা-মুজদালিফা হাজিদের জন্য প্রস্তুত


আরাফা-মুজদালিফা হাজিদের জন্য প্রস্তুত


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     14 July, 2021     03:04 PM    


হজ আসন্ন। তাই হাজিদের জন্য মক্কার সংশ্লিষ্ট মসজিদগুলো প্রস্তুত করা শুরু হয়েছে। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আরাফা ময়দানের মসজিদে নামিরা এবং মুজদালিফার আল-মিসার আল-হারাম মসজিদ।

এ তথ্য জানিয়েছে সৌদি আরবের হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, হাজিদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সৌদি সরকারের নেওয়া কর্মসূচির অংশ হিসেবেই হাজিদের জন্য সংশ্লিষ্ট মসজিদগুলো প্রস্তুত করা হচ্ছে। এরই অংশ হিসেবে মসজিদে প্রবেশ ও বের হওয়ার জন্য পৃথক রাস্তা নির্ধারণ করা হয়েছে। মসজিদের ভেতরে সামাজিক দূরত্ব ও হাজিদের স্বাস্থ্য উপকরণ সরবরাহের ব্যবস্থাও করা হয়েছে।

সৌদির সংবাদপত্র সৌদি গেজেট-এর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি মসজিদ দুটিতে নতুন কার্পেট বিছানো হয়েছে। প্রায় ৩২ হাজার স্কয়ার মিটার নতুন কার্পেট বিছানো হয়েছে।

উল্লেখ্য, হজের নিয়ম অনুযায়ী আরাফার দিন হাজিরা মসজিদে নামিরা ও তার আশপাশে জোহর ও আসর একত্রে আদায় করেন। সেদিনই দিনশেষে হাজিরা মুজদালিফায় মাগরিব ও এশার নামাজও একত্রে আদায় করেন।

/জেআর/